Feature

জমকালো অস্কার রেড কার্পেট এবং এর ইতিহাস

February 28, 2017
অস্কার রেড কার্পেট

মুভি জগতের সবচেয়ে প্রেস্টিজিয়াস প্রাইজ হলো অস্কার। অস্কার নমিনেশন থেকে শুরু করে প্রাইজ ঘোষণা পর্যন্ত চলতে থাকে বিশ্বব্যাপি হইচই।

অস্কার প্রাইজ ঘোষণার আগে আরেক জমকালো অনুষ্ঠান হলো অস্কার রেড কার্পেট। এই রেড কার্পেটকে ঘিরে থাকে চরম উত্তেজনাকর পরিস্থিতি।

কোন সেলিব্রেটি কি পড়েছেন এবং কি কি মজার ঘঠনা ঘটেছে তা জানার জন্য দর্শকদের থাকে ব্যাপক আগ্রহ। আর দর্শকের এই আগ্রহ মেটাতে ব্যস্ত হয়ে পরে মিডিয়া।

রেড কার্পেটে প্রতিটি বিশেষ মূহুর্ত ধরে রাখার জন্য টিভি ক্যামেরা, ফটোসাংবাদিকসহ সবার থাকে সতর্ক দৃষ্টি। তারা চেষ্টা করেন প্রতিটি মূহুর্তূ ক্যামেরাবন্দি করার জন্য।

সেদিন ক্যামেরাম্যানদের থাকে প্রচুর ভিড়।

সেলিব্রেটিদের পোশাক নিয়ে থাকে নানা জল্পনা-কল্পনা।

কে কার ডিজাইন করা পোশাক পড়েছেন, কাকে কেমন দেখাচ্ছে, কার পোশাক কত দৃষ্টি নন্দন ছিলো এসবই মিডিয়ায় আলোচিত হতে থাকে।

প্রিয়াংকা চোপড়া কয়েকদিন আগে যোগ দিয়েছিলেন গোল্ডেন গ্লোব আসরে।

এর পরপরই খবর বেরিয়েছিলো তিনি অস্কার আসরেও যোগ দিবেন।

তার পছন্দের ব্রান্ড রালফ অ্যান্ড রুশোর জমকালো সাদা এবং রুপালি পোশাকে দেখা গেছে তাকে। সাবেক এই মিস ওয়ার্ল্ড গতবারও অস্কার আসরে সাদা পোশাক পড়ে যোগ দিয়েছিলেন।

এদিকে ইনডিয়ার আরেক অভিনেত্রী দীপিকা পাডুকন অস্কার রেড কার্পেটে যোগ দিবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন।

কিন্তু তিনি অস্কার রেড কার্পেটে যোগ না দিলেও সোনালী এবং কালোর মিশ্রণে জমকালো পোশাক পড়ে অস্কার আফটার পার্টিতে যোগ দিয়েছেন।

যেই রেড কার্পেট নিয়ে এতো উত্তেজনা তার প্রচলন কবে শুরু হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি।

খৃস্টপূর্ব ৪৫৮-এ অ্যাগামেনন নাটকে রেড কার্পেট-এর কথা জানা যায়।

সেখানে অ্যাগামেনন ট্রয় থেকে যুদ্ধ শেষ করে বাড়িতে ফেরার পর তাকে তার স্ত্রী রেড কার্পেট বিছিয়ে স্বাগত জানান।

মনে করা হয় লাল রঙ হলো ইশ্বরের রঙ। তাই এই রঙ-কে বিশেষ মর্যাদা দেওয়া হয়।

এর পর থেকে সাধারণত রাষ্ট্র প্রধানদের আগমন উপলক্ষে তাদের স্বাগতম জানানোর জন্য রেড কার্পেট ব্যবহার করা হয়ে আসছে।

কালক্রমে তা শুধু আর রাজনৈতিক পরিমন্ডলে সীমাবদ্ধ থাকেনি।

এর ব্যাপকাতা এখন ছড়িয়ে পড়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান পর্যন্ত। যেমন, কয়েক দশক ধরে ভিআইপি এবং সেলিব্রেটিদেরকেও রেড কার্পেট বিছিয়ে অভিনন্দন জানানো হয়ে থাকে।

হলিউডে প্রথম রেড কার্পেটের প্রচলন শুরু হয় ১৯২২ সালে একটি ইজিপশিয়ান থিয়েটার ওপেন করার সময় এবং ডগ্লাস ফেয়ারব্যাংকস অভিনিত মুভি রবিন হুড-এর প্রিমিয়ার শোতে।

আর অস্কারে প্রথম রেড কার্পেটের প্রচলন শুরু হয় ১৭ এপ্রিল ১৯৬১ সালে ৩৩-তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সান্টা মনিকা সিভিক অডিটরিয়ামে।

এবং অস্কার রেড কার্পেট প্রথম দর্শকরা টিভি পর্দায় দেখার সুযোগ পান ১৯৬৬ সালে।

তবে প্রতি বছরই এর দৈর্ঘ বাড়ছে। যা ২০১৪ সালে অস্কারে বেড়ে দাড়িয়েছে ১৬,৫০০ বর্গফুটে!

You Might Also Like

No Comments

Leave a Reply

error: Content is protected !!